সোমবার (০৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (বেঞ্চ ও ডিক্রি) সানজিদা সরওয়ার এ চিঠি পাঠান।
‘জরুরি ভিত্তিতে মামলার পরিসংখ্যান প্রেরণ’ সংক্রান্ত চিঠিতে বলা হয়, জাতীয় সংসদে আইন, বিচার ও সংষদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে জবাবদানের জন্য জেলায় অবস্থিত সকল আদালতের দেওয়ানি ও ফৌজদারি মামলার পরিসংখ্যান পাওয়া আবশ্যক।
২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিচারাধীন দেওয়ানি, ফৌজদারি, বিচারাধীন মোট মামলা, পাঁচ বছর এবং বেশি সময় ধরে চলমান মামলার মোট সংখ্যা চাওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, ৯ জানুয়ারি দুপুর ২টার মধ্যে সুপ্রিম কোর্টের ফ্যাক্স ও ই-মেইল ঠিকানায় জেলার সকল আদালতের পরিসংখ্যান প্রেরণের অনুরোধ করা হলো।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
ইএস/এমজেএফ