ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নাটোরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
নাটোরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (শিশু) ধর্ষণের দায়ে মনিরুল ইসলাম অনি (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত মনিরুল ইসলাম জেলার নলডাঙ্গা উপজেলার বানুর ভাগ গ্রামের রাজা শেখের ছেলে।

নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, ২০১১ সালের ১১ জুন দুপুর ২টার দিকে উপজেলার এক গ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রী (০৯) স্কুল শেষে বাড়ি ফিরছিল। এসময় মনিরুল তাকে পাশের আখক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটির কান্না শুনে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। ধর্ষণের ফলে তার যৌনাঙ্গ ছিঁড়ে যাওয়ায় সাতটি সেলাই দিতে হয়।

পরের দিন ১২ জুন এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে মনিরুলকে আসামি করে নলডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে মামলটি তদন্ত শেষে তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা নলডাঙ্গা থানার সেই সময়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক। শুনানি ও ভিকটিমসহ পাঁচজন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পর অভিযোগ প্রমাণ হওয়ায় দুপুরে এ রায় দেন আদালত।  

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।