ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আইন ও আদালত

নতুন নেতৃত্বে ল’ রিপোর্টার্স ফোরাম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
নতুন নেতৃত্বে ল’ রিপোর্টার্স ফোরাম সাঈদ আহমেদ খান ও হাসান জাবেদ

ঢাকা: আইন, বিচার, মানবাধিকার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ২০১৮-২০১৯ সালের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের খবর পত্রিকার প্রধান প্রতিবেদক সাঈদ আহমেদ খান ও সাধারণ সম্পাদক পদে এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান জাবেদ। 

শুক্রবার (৯ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।  

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আশুতোষ সরকার।

সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ফারুক কাজী, স্বপন দাস গুপ্ত, এম বদি-উজ-জামান, সাবেক সাধারণ সম্পাদক কাজী আবদুল হান্নান, আবদুর রহমান, মাশহুদুল হক, ওয়াকিল আহমেদ হিরণ, মো. দিদারুল আলম, জ্যেষ্ঠ সদস্য অশোক চৌধুরী, শহীদুজ্জামান, আলী আসগর স্বপন, শংকর মৈত্র প্রমুখ।

নির্বাচন পরিচালনা করেন আশরাফ-উল-আলম, মিজান মালিক ও তোফায়েল হোসেন।  

বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণা করা হয় সন্ধ্যায়।  

কমিটির নবনির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হীরা তালুকদার (আমাদের অর্থনীতি), যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান (নয়া দিগন্ত), কোষাধ্যক্ষ ফজলুল হক মৃধা (জাগো নিউজ), সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন (সময় টিভি), দফতর সম্পাদক-মনজুর হোসাইন (রেডিও টুডে), প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর আহমেদ (ভোরের কাগজ), প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক-মিজান আহমেদ (এসএ টিভি)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- এনামুল হক (আমাদের অর্থনীতি), মালেক মল্লিক (ইনকিলাব), এস এম নূর মোহাম্মদ (আমাদের অর্থনীতি) ও মোসাদ্দেক আহমদ বশির (ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম)।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।