ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সাবেক মন্ত্রী আলতাফের বিরুদ্ধে দুদকের মামলা চলবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৮
সাবেক মন্ত্রী আলতাফের বিরুদ্ধে দুদকের মামলা চলবে

ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (০৪ এপ্রিল) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান।

আলতাফ হোসেনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

খুরশীদ আলম খান জানান, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে ২০০৭ সালের ১৮ ডিসেম্বর ঢাকার রমনা থানায় একটি মামলা করে দুদক। এই মামলায় ২০০৮ সালের ২২ জুন চার্জশিট দাখিল করা হয়। পরবর্তীতে ২০১৭ সালের ১৭ অক্টোবর এ মামলায় অভিযোগ গঠন করা হয়। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-৮ এ বিচারাধীন।

তিনি বলেন, এখন বিচারিক আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণ চলবে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।