ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

আইন ও আদালত

রাজীবের হাত হারানো মামলায় দুই চালকের জামিন নামঞ্জুর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১১, মে ২০, ২০১৮
রাজীবের হাত হারানো মামলায় দুই চালকের জামিন নামঞ্জুর

ঢাকা: বাস চাপায় তিতুমীর কলেজ শিক্ষার্থী রাজীবের হাত হারানো মামলায় দুই বাস চালকের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (২০ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করেন।  

আসামিরা হলেন- বিআরটিসি পরিবহনের বাস চালক ওয়াহিদ এবং স্বজন পরিবহনের বাস চালক খোরশোদ।

এর আগে গত ৫ এপ্রিল এ দুই আসামির দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৩ এপ্রিল রাজধানীর বাংলামোটরে দু’ই বাসের রেষারেষিতে রাজীব হোসেনের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে নজরে আনেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মে ২০, ২০১৮
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।