ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

পিরোজপুরে মাদক বিক্রেতার ৭ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, মে ২৭, ২০১৮
পিরোজপুরে মাদক বিক্রেতার ৭ বছর কারাদণ্ড

পিরোজপুর: পিরোজপুরের নেছরাবাদ উপজেলায় ওহিদুজ্জামান ওহিদ (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।  

রোববার (২৭ মে) দুপুরে জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ সাজা দেন।  

সাজাপ্রাপ্ত ওহিদুজ্জামান ওহিদ উপজেলার দক্ষিণ কৌরীখাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৮ এপ্রিল বিকেলে র‌্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওহিদুজ্জামানকে আটক করা হয়। ওহিদুজ্জামানের দেহ তল্লাশি চালিয়ে ৫০২ পিস ইয়াবা ও  ২০ হাজার ৬০ টাকা জব্দ করা হয়।  

এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মামুনুর রশিদ খান বাদী হয়ে ওহিদুজ্জামানের বিরুদ্ধে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন। ওই বছরের ১৮ মে নেছরাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার পহলান আদালতে চার্জশিট দাখিল করেন। ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির অনুপস্থিতে আদালত এ রায় দেন।  

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, মে ২৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।