ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সাতক্ষীরায় গ্রাম আদালতে ৮ মাসে ১২৪১ মামলা নিষ্পত্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, মে ২৯, ২০১৮
সাতক্ষীরায় গ্রাম আদালতে ৮ মাসে ১২৪১ মামলা নিষ্পত্তি গ্রাম আদালত সম্পর্কে সভা

সাতক্ষীরা: সাতক্ষীরায় গত আট মাসে গ্রাম আদালতে দায়েরকৃত এক হাজার ৬২৭টি মামলার মধ্যে এক হাজার ২৪১টি মামলা নিষ্পত্তি হয়েছে।  

মঙ্গলবার (২৯ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক পরামর্শ সভায় এতথ্য জানানো হয়।  

স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প ২য় পর্যায়ের আওতায় জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

 

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহ আবদুল সাদীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ইফতেখার হোসেন।  

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সিনিয়র সাংবাদিক সুভাষ চৌধুরী ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা সমন্বয়ক রাজু জবেদ।  

আলোচনায় অংশ নেন- সাংবাদিক মিজানুর রহমান, এম কামরুজ্জামান, আবুল কাশেম, আহসানুর রহমান রাজীব, মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী প্রমুখ।  
 
বক্তারা বলেন, বাংলাদেশের সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রবেশাধিকার নিশ্চিত এবং সহজে সুবিচার প্রদানে গ্রাম আদালত কার্যকরী ভূমিকা পালন করছে। একইসঙ্গে গ্রাম আদালতে সুবিচার নিশ্চিত হওয়ায় থানায় বা কোর্টে মামলার সংখ্যা কমছে। যা বিচারিক আদালতে মামলার জট কমাতে সাহায্য করছে।  

সভায় জানানো হয়, সাতক্ষীরা জেলায় ২০১৭ সালের জুলাই মাস থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত গ্রাম আদালতে এক হাজার ৬২৭টি মামলা দায়ের করা হয়ে এর মধ্যে এক হাজার ২৪১টি মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ২৯, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।