ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

টুকুসহ তিন বিএনপি নেতা রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
টুকুসহ তিন বিএনপি নেতা রিমান্ডে

ঢাকা: রাজাধানীর রমনা থানার নাশকতার দুই মামলায় যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ তিনজনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আসামিদের মধ্যে টুকুকে রমনা থানার ১৮(২)১৮ মামলায় দুইদিন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে একই থানার ১৬(২)১৮ মামলায় দুইদিন এবং এনামুল হককে ওই দুই মামলায় একদিন করে মোট দুইদিনের রিমান্ডের নির্দেশ দেন আদালত।

বৃহস্পতিবার (১৯ জুলাই) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় আসামিদের জামিনের আবেদন নাকচ করে দেন তিনি।

ইসহাক সরকার ও টুকুকে একটি মামলায় ১০ দিন করে ও এনামুল হককে দুই মামলায় ২০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল রমনা থানা পুলিশ।

আদালতের রমনার থানার জিআরও মাহমুদুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

গত ৮ ফ্রেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে আসামিদের বিরুদ্ধে শাহবাগ এলাকার চাঁনখারপুল মোড়ে যানবাহন চলাচল বন্ধ, পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়া ও পুলিশকে হত্যার উদ্দেশ্যে ইট-পাটকেল নিক্ষেপ করার অভিযোগ আনা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এমআই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।