ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

দুই মামলায় ১২ দিনের রিমান্ডে নাওমি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
দুই মামলায় ১২ দিনের রিমান্ডে নাওমি মিনহানুর রহমান নওমি

ঢাকা: বিশেষ ক্ষমতা আইন ও তথ্যপ্রযুক্তি আইনের দুই মামলায় কুমিল্লার মিনহানুর রহমান নাওমির ১২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (০৬ আগস্ট) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে এ সংক্রান্ত পৃথক শুনানি হয়।

শুনানি শেষে আদালত বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাতদিন ও তথ্যপ্রযুক্তি আইনের মামলায় পাঁচদিনেরসহ মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শাহবাগ থানা পুলিশ দুই মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ১২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ফোনালাপকারী নাওমিকে রোববার (০৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লার বড়ুরার পুকুর পাড় এলাকা থেকে আটক করেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নাওমি কুমিল্লা নগরীর ওনাইসর এলাকা বাসিন্দা ও কুমিল্লা সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিদ্দিকুর রহমান সুরুজের ছেলে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮/আপডেট: ১৬৩৭ ঘণ্টা
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।