ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

গুজব ছড়ানো ৩ জনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
গুজব ছড়ানো ৩ জনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর সিএমএম আদালত/ফাইল ফটো

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে আটক তিনজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালত।

সোমবার (৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম আটক প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান নূর প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আটকেরা হলেন-মাহবুবুর রহমান (৩০), আলমগীর হোসেন (২৭) ও শহীদুল ইসলাম (৩১)।

আসামিপক্ষে আইনজীবী মশিউল আলম রাতুল ও মুক্তাদির আহমেদ জামিনের অবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন।

রোববার (৫ আগস্ট) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে চলমান ছাত্র আন্দোলনকে উসকে দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ ও মেমরি চিপ জব্দ করা হয়। এছাড়া ফেসবুক আইডি ও কিছু ফেসবুক গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়া হয়।

আটকদের রমনা থানার সাইবার আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
এমআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।