ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আইন ও আদালত

এইচবি অ্যাপারেলসের মালিক ও পরিচালকের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এইচবি অ্যাপারেলসের মালিক ও পরিচালকের কারাদণ্ড

ঢাকা: বেনামি প্রতিষ্ঠানের নামে লোকাল বিবিএলসি খুলে ঢাকা ব্যাংকের সতের কোটি টাকা আত্মসাতের মামলায় এইচবি অ্যাপারেলস লিমিটেডের মালিক ওম প্রকাশ চৌধুরী এবং পরিচালক হরে কৃষ্ণ সাহাকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় প্রতিষ্ঠানটির অপর পরিচালক নারায়ণ চন্দ্র ভৌমিক ও ঢাকা ব্যাংকের সিনিয়র অফিসার খন্দকার নাসির হাসানকে খালাস দেওয়া হয়েছে।

ওম প্রকাশ চৌধুরী ও হরে কৃষ্ণ সাহা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের তিনটি ধারায় এ সাজা দেন।

এছাড়াও ওম প্রকাশকে ১ কোটি ২০ লাখ ও কৃষ্ণ সাহাকে ৮ কোটি ২০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে অতিরিক্ত আড়াই বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

আসামিরা পলাতক থাকায় গ্রেফতার অথবা আত্মসমর্পনের পর এ রায় কার্যকর হবে মর্মে রায়ে উল্লেখ করা হয়েছে।

রায়ের বিবরণ থেকে জানা যায়, আসামিদের পরিচালিত বেনামি প্রতিষ্ঠানের অনুকূলে ১৮টি লোকাল বিবিএলসি খুলে পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে ঢাকা ব্যাংকের ১৭ কোটি ৩৮ লাখ ৫০ হাজার ৬০ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।