ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আইন ও আদালত

শহিদুল আলমের জামিন শুনানি আগামী সপ্তাহে হতে পারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
শহিদুল আলমের জামিন শুনানি আগামী সপ্তাহে হতে পারে দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ড. শহিদুল আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময়ে করা তথ্য-প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের হাইকোর্টে করা জামিন আবেদনের শুনানি আগামী সপ্তাহে হতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবী।

বুধবার (১৯ সেপ্টেম্বর) আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া বলেন, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের আদালতে মেনশন করা হয়েছিল। আদালত বলেছেন, আগামী সপ্তাহে আবেদনটি কার্যতালিকায় থাকবে।

আশা করি আগামী সপ্তাহে শুনানি হতে পারে।  
 
গত সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।  
 
গত  ১১ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস তার জামিন আবেদন নাকচ করে দেন।
 
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় গত ৫ আগস্ট শহিদুল আলমকে বাসা থেকে নেওয়ার পর ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনের মামলায় ৬ আগস্ট রিমান্ডে নেয় পুলিশ। এ মামলায় গত ৬ আগস্ট সিএমএম আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর হয়।
 
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।