ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আইন ও আদালত

বেসিকের সাবেক কর্মকর্তা শিপারের জামিন খারিজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
বেসিকের সাবেক কর্মকর্তা শিপারের জামিন খারিজ

ঢাকা: দুর্নীতির মামলায় বেসিক ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক ও গুলশান শাখার ব্যবস্থাপক শিপার আহমেদের জামিন আবেদনে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

তার জামিন আবেদনের ওপর জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার (০৩ অক্টোবর ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও  বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মতিন খসরু।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরীন ও এ কে এম আমিন উদ্দিন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন কামরুন্নেসা রত্না।

পরে এ কে এম আমিন উদ্দিন বলেন, ৬৮ কোটি ৮১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় শিপার আহমেদসহ সাতজনের বিরুদ্ধে ২০১৫ সালের ২১ সেপ্টেম্বর মামলাটি করেন দুদকের উপ-সহকারী পরিচালক জয়নাল আবেদীন।  

এ মামলায় শিপার আহমেদ জামিন আবেদন করলে হাইকোর্ট চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রুল জারি করেন। বুধবার ওই রুল খারিজ করে দেন আদালত। অর্থাৎ তার জামিন আবেদন খারিজ হয়ে যায়।

এ কে এম আমিন উদ্দিন জানান, বেসিকের এ সাবেক কর্মকর্তার বিরুদ্ধে ২২টি মামলা রয়েছে। তিনি বর্তমানে কারাবন্দি রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।