ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ, শপথ মঙ্গলবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৭, অক্টোবর ৮, ২০১৮
আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ, শপথ মঙ্গলবার

ঢাকা: হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

তিন বিচারপতি হচ্ছেন- বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো. নূরুজ্জামান।

হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান জানান, রাষ্ট্রপতি তিন বিচারপতি নিয়োগ দিয়েছেন।

মঙ্গলবার (০৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করাবেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।