ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

নাটোরে ১৭ জেএমবি সদস্য কারাগারে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
নাটোরে ১৭ জেএমবি সদস্য কারাগারে 

নাটোর: নাটোরে বিভিন্ন মামলায় মাহমুদা নামে এক নারীসহ জেএমবির ১৭ সদস্যকে হাজিরা শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে তাদের নাটোর জেলা কারাগার থেকে নাটোর জেলা জজ আদালতে হাজির করা হয়।

নিয়মিত হাজিরা শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মামুনুর রশিদ তাদের পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নাটোর কোর্ট ইন্সপেক্টর মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, এক নারীসহ ওই ১৭ জেএমবি সদস্যকে বিভিন্ন সময়ে এবং জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। দুপুরে হাজিরার নির্ধারিত দিনে তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হয়।

নাটোর সদর চাঁদপুর এলাকায় বিস্ফোরক দ্রব্য মামলা এবং দিঘাপতিয়ায় একটি বাড়িতে গোপন বৈঠকসহ বিভিন্ন মামলায় ওই ১৭ জেএমবি সদস্যকে আদালতে হাজির করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।