ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বাজিতপুরে অস্ত্রসহ আটক যুবক কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
বাজিতপুরে অস্ত্রসহ আটক যুবক কারাগারে আটক আলী আহম্মদ। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় অস্ত্র ও গুলিসহ আটক আলী আহম্মদকে (৩০) কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে রোববার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার দিলালপুর বাজারের নদীর ঘাট এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আলী উপজেলার তাতালচর গ্রামের মো. শুক্কুর আলীর ছেলে।  

বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার জাহান বাংলানিউজকে জানান, আলী তার সহযোগীদের নিয়ে দিলালপুর ঘাট ও নদীর পার্শ্ববর্তী এলাকায় বালু উত্তোলনকারী ও শ্রমিকদের ভয়-ভীতি প্রদর্শন করে আসছিলেন। খবর পেয়ে রোববার সন্ধ্যায় দিলালপুর বাজারের নদীর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলিসহ আলীকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা উপজেলার নগর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বাবুল নামে এক সহযোগী পালিয়ে যান।

এ ঘটনায় দুপুরে উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কিশোরগঞ্জ আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।