ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

দুর্গাপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
দুর্গাপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

নেত্রকোণা: নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় কৃষক মাওলানা শহীদ মিয়া হত্যার দায়ে অভিযুক্ত চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। 

একই রায়ে তাদের এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ আদেশ দেন।

একই মামলায় অভিযুক্ত অপর ছয় আসামিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন জনকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- আজিজুল হক, সোবান মিয়া, সিরাজুল হক ও মতি মিয়া।  

তিন বছরের সাজাপ্রাপ্তরা হলেন- আবুল মিয়া, মো. তালেব, মো. শহিদ মিয়া, মো. আবুল কাশেম, মো. আবু তাহের ও আব্দুল হক।

মামলা থেকে অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন- আবাল হোসেন, মো. মজিদ মিয়া ও মো. রমজান আলী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ইফতিখার উদ্দিন তালুকদার জানান, দুর্গাপুরের চন্ডিগড় ইউনিয়নের মাখাইয়া গ্রামের কৃষক শহীদ মিয়া ও তার প্রতিবেশী আজিজুল হকের মধ্যে জমি সংক্রান্ত বিরোধে মামলা চলছিল।  

পরে ২০০৬ সালের ৩ আগস্ট দুপুর ১২টার দিকে শহীদ মিয়া ওই জমিতে চাষাবাদ করতে গেলে আজিজুল হকের লোকজন তাকে বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। এতে বেশ কয়েকজন আহত হলে তাদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শহীদকে মৃত ঘোষণা করেন।  

ঘটনার পরদিন সকালে শহীদ মিয়ার আত্মীয় রাহাত আলী দুর্গাপুর থানায় ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পরের বছর ৩১ মার্চ ১৩ জনের নামেই আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।  

দীর্ঘ শুনানি, সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ এবং মামলার নথিপত্র পর্যালোচনা করে বিচারক এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯/আপডেট: ১৯০৫ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।