ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ফেনীতে মাদকবিক্রেতার আড়াই বছরের জেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
ফেনীতে মাদকবিক্রেতার আড়াই বছরের জেল

ফেনী: ফেনীতে রবিউল ইসলাম (২১) নামে এক মাদক বিক্রেতার আড়াই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে অনাদায়ে আরও দু’মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।

বৃহস্পতিবার (২৮ মার্চ) জোষ্ঠ্য বিচারিক হাকিম জাকির হোসাইন এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী গোবিন্দ চন্দ্র দাস বাংলানিউজকে জানান, ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকা থেকে চার কেজি গাঁজাসহ চৌদ্দগ্রাম পৌরসভার ৮ নং ওয়ার্ডের আলী মেম্বার বাড়ীর জসিম উদ্দিনের ছেলে মো. রবিউল ইসলামকে আটক করে পুলিশ।

একইদিন আটক আসামির বিরুদ্ধে ফেনী মডেল থানার এএসআই লিটন মহাজন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে একই থানার এসআই মনিরুল ইসলাম তাকে অভিযুক্ত করে মামলার চার্জশিট দেন। আদালত দীর্ঘ সময় শুনানির মাধ্যমে চারজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন। পরবর্তী বৃহস্পতিবার মো. রবিউল ইসলামকে দুই বছর ছয়মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন। অনাদায়ে তাকে আরও দু’মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন জোষ্ঠ্য বিচারিক হাকিম জাকির হোসাইন।

ফেনী জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিউটর (এপিপি) সহদেব কুমার বণিক বাংলানিউজকে জানান, অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামিকে সাজা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।