ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মুক্তাগাছায় মারুফ হত্যা মামলায় একজনের ফাঁসি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মে ১৩, ২০১৯
মুক্তাগাছায় মারুফ হত্যা মামলায় একজনের ফাঁসি 

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় স্কুলছাত্র মাহবুবুর রহমান মারুফ (১০) হত্যা মামলায় রাকিবুল নামে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা করা হয়েছে। 

সোমবার (১৩ মে) দুপুরে জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় দেন।  

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৯ অক্টোবর সন্ধ্যায় ময়মনসিংহ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র মাহবুবুর রহমান মারুফ তার মাকে নুডুলস খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়।

 

এরপর তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী ফিসারিতে প্লাস্টিকের বস্তায় ঢাকা অবস্থায় তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।  

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদুল ইসলাম ও অ্যাডভোকেট বেগম সুলতানা হোসেন জাহান জানান, এ রায়ে মামলায় অপর দুই আসামি ফাঁসির আদেশপ্রাপ্ত রাকিবুলের বাবা আব্দুর রাজ্জাক ও ভাই রেজাউল করিমকে খালাস দিয়েছেন বিজ্ঞ আদালত।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।