ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নারায়ণগঞ্জে ৫ ডাকাতের কারাদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
নারায়ণগঞ্জে ৫ ডাকাতের কারাদণ্ড 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ডাকাতি মামলায় পাঁচ ডাকাতকে নয় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

সোমবার (২৯ জুলাই) জেলা অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালত অনুপস্থিত ছিলেন।

 

দণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন- সোনারগাঁ উপজেলার কাঁচপুর সোনাপুর গ্রামের মানিক মেম্বারের ছেলে গোলাম সারোয়ার ওরফে গোলাপ (২৮), একই উপজেলার ফতেপুর গ্রামের মৃত. রহমত উল্লাহর ছেলে ইমান হাসান (২৬), বন্দর উপজেলার মুরাদপুর গ্রামের মৃত. ইমান আলীর ছেলে বকুল মিয়া ওরফে রাজা (২৭), একই উপজেলার ফুলহর গ্রামের মৃত. মনির হোসেনের ছেলে রানা (২৮) ও মুন্সিগঞ্জ গজারিয়া থানার কলমেরকান্দি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ফারুক হোসেন (২৭)।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ বাংলানিউজকে বলেন, ২০১৪ সালের ৫ নভেম্বর রাত ৩টায় উল্লেখিত আসামিরা সোনারগাঁ উপজেলার পশ্চিম বেহাকৈর গ্রামে আইয়ুব আলীর বাড়িতে হানা দিয়ে ঘরের সবাইকে হাত-পা বেঁধে ডাকাতি করে। এ সময় তারা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে পালিয়ে যান। এ ঘটনায় আইয়ুব আলীর স্ত্রী ফয়জুন্নেছা মুক্তা ওরফে রোজিনা বাদী হয়ে অজ্ঞাত ডাকাতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। এ মামলায় তদন্ত করে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরে আদালত সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন বলেও জানান অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।