ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কবি শাহাবুদ্দিন নাগরীর জামিন নামঞ্জুর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
কবি শাহাবুদ্দিন নাগরীর জামিন নামঞ্জুর

ঢাকা: আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক কাস্টমস কমিশনার কবি এ এইচ এম শাহাবুদ্দিন নাগরীর জামিনের আবেদন নাকচ করেছেন আদালত।

রোববার (১৫ সেপ্টেন্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করেন।

কাজী নজিবুল্লাহ হিরু শাহাবুদ্দিন নাগরীর পক্ষে জামিন শুনানি করেন।

অপরদিকে মীর আহম্মেদ আলী সালাম দুদকের পক্ষে জামিনের বিরোধিতা করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট মামলাটির জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। ওইদিন শাহাবুদ্দিন নাগরীর আইনজীবী তার উপস্থিতিতে জামিন শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে ১৫ সেপ্টেম্বর জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।

১ কোটি ৬৪ লাখ ৭৬ হাজার ৬৫১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা দখলে রেখে মিথ্যা তথ্যসম্বলিত সম্পদ বিবরণী দাখিলের অভিযোগে গত ২১ জুলাই দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এমএআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।