ঢাকা, বুধবার, ১৭ আশ্বিন ১৪৩১, ০২ অক্টোবর ২০২৪, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

যুবলীগ নেতার রগ কাটার ঘটনায় ৭ আসামি জেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
যুবলীগ নেতার রগ কাটার ঘটনায় ৭ আসামি জেলে

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরীর (৪০) হাত-পায়ের রগ কাটার ঘটনায় ৭ সন্ত্রাসীকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে আদালতে আত্মসমর্পণ করলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তারা হলেন- হবিগঞ্জ পৌর যুবলীগের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক দিলুয়ার খান, সদস্য আবুল কাশেম রুবেল, রাহুল দাশ গুপ্ত, জুয়েল খান, কামলা খান, জামাল খান ও শিমুল আহমেদ।

২৪ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিন পান তারা।

গত ১৮ সেপ্টেম্বর দুপুরে জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরীকে প্রকাশ্যে কুপিয়ে দুই হাত ও ডান পায়ের রগ কেটে দেয় অপর যুবলীগ নেতা দিলুয়ার খান ও তার বাহিনী। গুরুতর আহত অবস্থায় বিপ্লব চৌধুরীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন ১৯ সেপ্টেম্বর হবিগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হামলাকারী দিলুয়ার খান, সদস্য আবুল কাশেম রুবেল ও রাহুল দাশ গুপ্তকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। একইদিন হবিগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন খান বাদী হয়ে ৭ জনকে আসামি করে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।