ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিমকোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল রব্বানী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
সুপ্রিমকোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল রব্বানী গোলাম রব্বানী

ঢাকা: হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী সুপ্রিমকোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল পদে দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।

এর আগে ২০ অক্টোবর ৯ জনকে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

পরদিন তারা শপথও নেন। এর মধ্যে রেজিস্ট্রার জেনারেল ড. মো জাকির হোসেনও রয়েছেন।

পরে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদল্যায় থেকে আইনে ডিগ্রি অর্জনের পর মো. গোলাম রব্বানী ১৯৯১ সালে ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন।

পরবর্তীতে জুডিসিয়াল সার্ভিসের নিয়োগের পর তিনি দেশের বিভিন্ন জেলায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।  

এছাড়া দুর্নীতি দমন কমিশনের আইন শাখায়ও তিন বছর দায়িত্ব পালন করেছেন মো. গোলাম রব্বানী।

২০১৭ সালের ৩১ অক্টোবর তিনি হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পান।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।