মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আবুল কালাম উপজেলার বড় শৌলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, গত ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর কালাম তার স্ত্রী জেসমিন বেগমকে (৩৫) যৌতুকের দাবিতে পিটিয়ে আহত করে। তাকে চিকিৎসার জন্য প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুই দিন পরে ১৪ সেপ্টেম্বর তাকে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহত জেসমিন উপজেলার আঙ্গুলকাটা গ্রামের শহিদুল হক হাওলাদারের মেয়ে।
এ ঘটনায় নিহতের ভাই মো. সাইফুল হক দুলাল বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রাজ্জাক খান।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
আরএ