স’মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বাংলানিউজ
কিশোরগঞ্জ: লাইসেন্স না থাকায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আবদুস ছামাদ (৪০) নামে এক স’মিল মালিককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে তাকে দুই হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার ধূলিহর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।
তিনি বাংলানিউজকে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুপুরে উপজেলার ধূলিহর এলাকায় অভিযান চালানো হয়।
এসময় করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২ অনুযায়ী অবৈধভাবে করাতকল/স'মিল ব্যবসা পরিচালনা করার দায়ে স’মিলের মালিক ওই এলাকার ইমান আলীর ছেলে আবদুস ছামাদকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত আবদুস ছামাদকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।