এছাড়াও তার মালিকানাধীন রাজধানীর উত্তরা ৬ নম্বর রোডের চারতলা একটি বাড়ি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশও দেন আদালত।
সোমবার (০৪ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক নিরু শামসুন নাহার বাদী হয়ে ২০০৮ সালের ১৮ নভেম্বর সুলতান আহমেদের বিরুদ্ধে মামলা করেন।
এতে তার বিরুদ্ধে ২০০৪ সালের দুদক আইনের ২৬ (২) ধারায় এক কোটি ৫৫ লাখ টাকার সম্পত্তির মিথ্যা তথ্য দেওয়া ও ২৭ (১) ধারায় তিন কোটি সাত লাখ টাকার জ্ঞাত অয় বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগ আনা হয়।
এই মামলায় ২০০৯ সালের ২২ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় দুদক। ২০১০ সালের ৬ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
কেআই/টিএ