ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী ও কোটা আন্দোলনের নেতা মো. রাশেদ খানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও রেজিস্ট্রার বরাবর এ নোটিশ পাঠান।
সোমবার (০৪ নভেম্বর) আইনজীবী হাসনাত কাইয়ুম জানান, ডাকসু নির্বাচনে রাশেদ খান জিএস প্রার্থী ছিলেন।
তাই তার ভর্তি অবৈধ ঘোষণা এবং ডাকসুর জিএস পদের ফলাফল বাতিল করা এবং কারা এই ভর্তি প্রক্রিয়ার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করতে তদন্তের পদক্ষেপ নিতে এ নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার সাতদিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট আবেদন করা হবে জানিয়েছেন হাসনাত কাইয়ুম।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
ইএস/জেডএস