ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ভোলার দুটি ইউনিয়নে দ্রুত নির্বাচন দেওয়ার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
ভোলার দুটি ইউনিয়নে দ্রুত নির্বাচন দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্ট

ঢাকা: ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও আহমদপুর ইউনিয়ন পরিষদে দ্রুত নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

রোববার (১৭ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেন।

ওই দুই ইউনিয়নের দুই ভোটারের পক্ষে আদালতে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, মাহবুবে আলম ও অ্যাডভোকেট ছিদ্দিক উল্ল্যাহ মিয়া।

অপরপক্ষে ছিলেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।

আইনজীবীরা জানান, ২০১৩ সালে নুরাবাদ ইউনিয়ন ভেঙে নুরাবাদ ও আহমদপুর নামে দুটি ইউনিয়ন করা হয়। এর ভিত্তিতে ২০১৬ সালে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। কিন্তু জনৈক নজরুল ইসলাম নামের একজন ভোটার সীমানা নির্ধারণের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। এ রিটের শুনানির পর ২০১৬ সালের ৯ আগস্ট হাইকোর্ট এক আদেশে নির্বাচনের কার্যক্রম স্থগিত করেন এবং সীমানা পুনর্নির্ধারণের নির্দেশ দেন। ফলে ওই দুই ইউনিয়নে নির্বাচন বন্ধ হয়ে যায়।

একই বছরে দুই ভোটার মো. বজলুল হক ও ফখরুল ইসলাম হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। এ আবেদনের ওপর শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বাতিল করেন এবং অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেন বলে জানান আইনজীবী ছিদ্দিক উল্ল্যাহ মিয়া।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।