ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রিফাত হত্যা: সাইমুনের হাইকোর্টে জামিন আবেদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
রিফাত হত্যা: সাইমুনের হাইকোর্টে জামিন আবেদন

ঢাকা: বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার আসামি কামরুল ইসলাম সাইমুন (২১) হাইকোর্টে জামিন আবেদন করেছেন।

বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

রোববার (২৪ নভেম্বর) আসামিপক্ষের আইনজীবী জাহাঙ্গীর কবির বাংলানিউজকে বলেন, নিম্ন আদালতে কামরুল ইসলাম সাইমুনের জামিন আবেদন খারিজ হয়েছে।

তাই হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করা হয়েছে। এছাড়া গত ৫ নভেম্বর আরেক আসামি রাফিউল ইসলাম রাব্বির জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ। এখন রাব্বি ও সাইমুনের জামিন আবেদন ওই বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় আসতে পারে।

এর আগে গত ৫ নভেম্বর রিফাত হত্যা মামলার আসামি রাফিউল ইসলাম রাব্বি ও একজন কিশোরের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন হাইকোর্ট।

আগামী ২৮ নভেম্বর এ মামলায় প্রাপ্তবয়স্ক আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির জন্য বরগুনার আদালতে দিন ধার্য রয়েছে।  

রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিরা হলেন- রাকিবুল হাসান রিফাত ফরাজি (২৩), আল কাইউম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), হাসান (১৯), মুসা (২২), আয়েশা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), সাগর (১৯), কামরুল ইসলাম সাইমুন (২১)।

২৬ জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত নয়ন বন্ড ২ জুলাই ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

এরপর গত ১ সেপ্টেম্বর বিকেলে ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক দুই ভাগে বিভক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এরমধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন।

এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মুসা এখনো পলাতক রয়েছেন। এছাড়া মৃত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি উচ্চ আদালতের নির্দেশে জামিনে রয়েছেন। আর বাকি আসামিরা কারাগারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।