ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ফতুল্লায় ৪ ইটভাটা বন্ধ করলো ভ্রাম্যমাণ আদালত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
ফতুল্লায় ৪ ইটভাটা বন্ধ করলো ভ্রাম্যমাণ আদালত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবেশ দূষণের অভিযোগে চারটি ইটভাটা বন্ধ করে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়।  

এসময় ইটভাটার সব ইট নষ্ট করার পাশাপাশি ইটভাটা মালিকদের মোট ১৫ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বন্ধ করে দেওয়া ইটভাটাগুলো হলো, শাহাবুদ্দিন ব্রিকস ১, মিসেস সাউথ আরমান ব্রিকস, এম এস বি ব্রিকস ও পপুলার ব্রিকস।  

এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-পরিচালক সাঈদ আনোয়ার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা আক্তার।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ পরিচালক সাঈদ আনোয়ার জানান, পরিবেশের ছাড়পত্র না থাকা, পরিবেশ দূষণ করার পাশাপাশি আদালতের আদেশ অমান্য করায় ইটভাটা বন্ধ ও মালিকদের জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।