ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

খালেদার মুক্তির দাবিতে আইনজীবীদের প্রতিবাদ সভা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৯
খালেদার মুক্তির দাবিতে আইনজীবীদের প্রতিবাদ সভা

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে সোমবার (০৯ ডিসেম্বর) দুপুরে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইনজীবী জয়নুল আবেদীন, ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব ফজলুর রহমান, আইনজীবী নিতাই রায় চৌধুরী, তৈমুর আলম খন্দকার, মাহবুবউদ্দিন খোকন, আবেদ রাজা, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম সজলসহ অন্য আইনজীবীরা।

 

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, বিচার বিভাগ থেকে আমাদের যে বিচার পাওয়ার কথা ছিল তা অ্যাটর্নি জেনারেলের কারসাজিতে পাচ্ছি না।

তিনি বলেন, আমরা এখনো আমাদের বিচার বিভাগকে বিশ্বাস করি। বিশেষ করে সুপ্রিম কোর্ট ন্যায়বিচার করবেন, আইনের শাসন কায়েম থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।