ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আইন ও আদালত

ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ কলেজ শিক্ষার্থী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ কলেজ শিক্ষার্থী আটক ইয়াবাসহ ঝালকাঠিতে আটক কলেজ শিক্ষার্থী। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠির মনোহারী পট্টি থেকে এক হাজার পিস ইয়াবাসহ এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টায় শহরের মনোহারী পট্টির লাকী আয়রন স্টোর থেকে ইয়াবাসহ তাকে আটক করে গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ।

আটক হওয়া কলেজ ছাত্র ও ওই দোকানের কর্মচারী রিয়াদ হোসেন (১৯) বিনয়কাঠি ইউনিয়নের মানপাশা গ্রামের বাসিন্দা।

ঝালকাঠি সরকারী কলেজে লেখাপড়ার পাশাপাশি রিয়াদ দোকানের ম্যানেজারের দায়িত্বে ছিলেন বলে জানা যায়।

ঝালকাঠি ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পরিদর্শক এনামুল হোসেন, এসআই মফিজুল, এএসআই শিমুল শহরের মনোহারী পট্টির লাকী আয়রন স্টোরে অভিযান চালিয়ে রিয়াদকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ করে দোকান থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।