ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আইন ও আদালত

নূর হোসেনের বিরুদ্ধে তিন মামলায় ৫জনের সাক্ষ্যগ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
নূর হোসেনের বিরুদ্ধে তিন মামলায় ৫জনের সাক্ষ্যগ্রহণ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা পৃথক তিনটি মামলায় পাঁচজন সাক্ষ্য দিয়েছেন।

রোববার (৫ জানুয়ারি) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ সাক্ষ্যগ্রহণ করেন। একইসঙ্গে আদালত আগামী ৯ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী দিন ধার্য্য করেছেন।

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জেসমিন আহমেদ বাংলানিউজকে জানান, আদালতে নূর হোসেনের অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ আটটি মামলা বিচারাধীন রয়েছে। এরমধ্যে রোববার একটি চাঁদাবাজি ও দু’টি মাদক মামলায় মোট পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।