ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

রাজশাহী পোস্টাল একাডেমির সাবেক সুপারভাইজারের জেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
রাজশাহী পোস্টাল একাডেমির সাবেক সুপারভাইজারের জেল

রাজশাহী:  রাজশাহী পোস্টাল একাডেমির সাবেক অফিস সুপারভাইজার মো. সালাহ উদ্দিনকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রাজশাহীর বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে এ রায় দেন। তার বিরুদ্ধে অফিসের মালামাল কেনার টাকা আত্মসাতের অভিযোগ ছিল।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ে তার বিরুদ্ধে পাঁচটি মামলা করেছিলো। ওই মামলাগুলোর রায়ে তাকে একই সঙ্গে এই সাজা দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, পাঁচটি মামলা তদন্ত করে দুদকের তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত সালাহ উদ্দিনের বিরুদ্ধে আলাদাতে চার্জশিট দেন। বুধবার এ মামলার রায় ঘোষণা করেন বিচারক। পাঁচটি মামলায় মোট ২৩ বছরের কারাদণ্ড এক লাখ ৭৫ হাজার জরিমানা করা হয়।

বুধবার বিকেলে দুদকের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।