ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

অ্যাডভোকেটশিপ প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
অ্যাডভোকেটশিপ প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: আইনজীবী তালিকাভূক্তির (অ্যাডভোকেটশিপ) প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে প্রায় ৪০ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৭৬৪ জন উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণ পরীক্ষার্থীদের এখন লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দিতে হবে মৌখিক পরীক্ষা।

মৌখিক পরীক্ষায় উত্তরীর্ণ হলে একজন পরীক্ষার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ছাড়া দেশের সব অধস্তন আদালত, ট্রাইব্যুনাল ও রাজস্ব বিভাগে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারবেন।

আইনে স্নাতক সম্মান বা স্নাতকোত্তীর্ণরা আইনজীবী তালিকাভূক্তি পরীক্ষায় অংশ নিতে পারেন। সবশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত পরীক্ষায় সাত হাজার ৮০০ জনের মতো আইনজীবী হিসেবে তালিকাভূক্তির অনুমতি পান। আইনজীবীদের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল এই পরীক্ষা নিয়ে থাকে।  

ফলাফল দেখতে ক্লিক

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
কেআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।