ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

আইনজীবী ইমতিয়াজ মাহমুদের ৫৭ ধারার মামলা স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, মার্চ ১, ২০২০
আইনজীবী ইমতিয়াজ মাহমুদের ৫৭ ধারার মামলা স্থগিত

ঢাকা: আইনজীবী ইমতিয়াজ মাহমুদের বিরুদ্ধে ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগে ৫৭ ধারায় করা মামলার কার্যক্রম দুইমাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

মামলা বাতিলে ইমতিয়াজ মাহমুদের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ রোববার (০১ মার্চ) এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার তানজিব উল আলম ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

রাষ্ট্রপক্ষে ছিলেন মো. সারওয়ার হোসেন বাপ্পী। পরে সারওয়ার হোসেন বাপ্পী বলেন, অভিযোগ গঠনের বিরুদ্ধে মামলা বাতিলের আবেদন করেছিলেন আইনজীবী ইমতিয়াজ মাহমুদ। যেটির শুনানি নিয়ে রোববার হাইকোর্ট মামলার কার্যক্রম এর উপরে দুই মাসের স্থগিতাদেশ দিয়ে দুই সপ্তাহের রুল জারি করেছেন।

২০১৭ সালের ২১ জুলাই খাগড়াছড়ি সদর থানায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। এরপর এই মামলায় সাইবার ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
ইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।