ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ভাষা সৈনিক ও শহীদদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
ভাষা সৈনিক ও শহীদদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

ঢাকা: মহান ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে ছয় মাসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য সংস্কৃতি সচিবকে আহ্বায়ক করে একটি কমিটি করতে হবে।

বিচারপতি আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ রোববার (০৮ মার্চ) এ আদেশ দেন।

এছাড়া মহান ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি উপযুক্ত রাষ্ট্রীয় সম্মান, সম্মাননা ও সম্মানী প্রদানের বিষয়ে রুল জারি করেছেন।

মন্ত্রিপরিষদ সচিব, সংস্কৃতি সচিব ও অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুবীর নন্দী দাস।

গত ২৭ ফেব্রুয়ারি এ রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
ইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।