ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

খুলনায় বিজেএমসির সাবেক ব্যবস্থাপকের জামিন নামঞ্জুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
খুলনায় বিজেএমসির সাবেক ব্যবস্থাপকের জামিন নামঞ্জুর ছবি: প্রতীকী

খুলনা: খুলনায় পাট পণ্যের ওজনে কারচুপি করে সাত কোটি ৪৩ লাখ টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) খুলনা আঞ্চলিক কার্যালয়ের সাবেক ব্যবস্থাপক (উৎপাদন) শংকর চন্দ্র ভূঁইয়ার জামিন ফের নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মহানগর দায়রা (বিশেষ) জজ আদালতে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করা হলে বিচারক শহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করেন।

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩ সেপ্টেম্বর জামিনের আবেদন বাতিল করে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (কেএমসিএইচ) উন্নত চিকিৎসার নির্দেশ দেন আদালত।

জানা যায়, ২০১৪ সাল থেকে ২০১৫ সালের ২৯ মে পর্যন্ত মামলার আসামিরা প্লাটিনাম জুবলি জুট মিলসের ওয়েস্টেজ রোলের (বাতিল হওয়া পাট পণ্য) ওজনে ঘাটতি দেখিয়ে এক হাজার ৫২৯ দশমিক ২৯ মেট্রিক টন পাট পণ্য আত্মসাৎ করেন। যার মূল্য সাত কোটি ৪৩ লাখ ৯১ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।