ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

শিক্ষার্থীর চুলকাটার ঘটনায় আটক নারীকে আদালতে পাঠানো হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
শিক্ষার্থীর চুলকাটার ঘটনায় আটক নারীকে আদালতে পাঠানো হয়েছে

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরে শিক্ষার্থীর চুলকেটে দেওয়ার ঘটনায় আটক রুপালিকে (২২) আদালতে নেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁর আদালতে হাজির করা হয়।

রুপালি মামলার প্রধান অভিযুক্ত রায়হনের স্ত্রী। ভাইরাল হওয়া ভিডিওতে শিক্ষার্থীর মাথার চুল কাটতে ওই নারীকেই দেখা যায় বলে জানায় পুলিশ।

নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বাংলানিউজকে জানান, ভোর রাতে জেলার মান্দা উপজেলায়লার আত্মীয়ের বাড়ি থেকে রুপালিকে আটক করা হয়। আটকের পর প্রথমিকভাবে জিজ্ঞাসাবাদে তিনি চুল কাটার কথা শিকার করেন। এদিকে প্রধান অভিযুক্ত রায়হানকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। জড়িতদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।