ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

প্যারাডাইস গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, অক্টোবর ১, ২০২০
প্যারাডাইস গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্যারাডাইস গ্রুপের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন

ঢাকা: চেক জালিয়াতির মামলায় এবি ব্যাংকের ঋণ খেলাপি গ্রাহক প্যারাডাইস গ্রুপের চেয়ারম্যান এমডি, পরিচালকসহ মোট ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।  

গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি প্যারাডাইস গ্রুপের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন পলাতক রয়েছেন।

 

গ্রেফতারি পরোয়ানা পেয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে গ্রুপের চেয়ারম্যান মোশাররফ হোসেনের গুলশানের বাসায় অভিযান চালায় পুলিশ। তবে ওই বাসায় তাকে পাওয়া যায়নি।  

এ বিষয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফেরদৌস বাংলানিউজকে বলেন, চেক জালিয়াতির মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি প্যারাডাইস গ্রুপের চেয়ারম্যান মোশাররফ হোসেনের বাসায় গেলে সেখানে কাউকে পাওয়া যায়নি। গুলশানের ওই বাসায় আমরা তালা ঝুলে থাকতে দেখেছি। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।  

তিনি আরও বলেন, ওই বাসার কেয়ারটেকার জানায়, মোশাররফ হোসেন ও তার পরিবার কানাডায় অবস্থান করছেন। তবে এ বিষয়ে সঠিক কোনো তথ্য এখনও আমরা পাইনি। এদিকে এ মামলায় প্যারাডাইস গ্রুপের এমডি ও পরিচালকসহ বাকি চারজন আদালত থেকে জামিন নিয়ে রিকল দিয়ে গেছেন। তবে গ্রুপের চেয়ারম্যান মোশাররফ এখনও পলাতক রয়েছেন। আসামি মোশাররফ হোসেন দেশে রয়েছেন না কি বিদেশে পলাতক রয়েছেন সে বিষয়ে কিছুই বলা সম্ভব হচ্ছে না। আমরা যাচাই-বাছাই করে দেখছি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান বাংলানিউজকে বলেন, আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা পেয়ে গতকাল গুলশান থানা পুলিশ অভিযান পরিচালনা করে। তবে তাদের কাউকে পাওয়া যায়নি। আমরা পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছি।  

তিনি বলেন, গ্রুপের চেয়ারম্যান মোশাররফ হোসেন সপরিবারে দেশ ত্যাগ করেছেন কি না সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য আমরা এখনও পাইনি।  

জানা যায়, প্যারাডাইস গ্রুপভুক্ত দুটি প্রতিষ্ঠানের নামে এবি ব্যাংকে প্রায় ২০০ কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে। ওই ঋণ পরিশোধ না করায় ঋণ খেলাপি ও চেক জালিয়তির মামলায় গ্রুপের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ও তার স্ত্রী মাহবুবা মোশাররফ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মজিবর রহমান, পরিচালক মনিয়ার হোসেন ও মোবারক হোসেনের বিরুদ্ধে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।  

গত ২১ জুন নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট এর আওতায় চেক জালিয়াতির ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করে ব্যাংকটি।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২০
এসজেএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।