ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ঢাকা ওয়াসার এমডি নিয়োগ সংক্রান্ত রিট শুনানি পেছালো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২০
ঢাকা ওয়াসার এমডি নিয়োগ সংক্রান্ত রিট শুনানি পেছালো

ঢাকা: ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানকে নিয়োগ সংক্রান্ত রিটের শুনানি পিছিয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনকারীর পক্ষে সময় আবেদন করা হয়।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ।

পরে তিনি বলেন, যখন রিট করেছিলাম তখন এমডি নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিলো। এ জন্য প্রস্তাবের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছিলো। এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে। তাই আবেদনকারী পক্ষ এ বিষয়ে একটি সম্পূরক আবেদন করবে। এ জন্য সময় আবেদন করেছি। আদালত ‘নট দিস উইক’ (এ সপ্তাহে নয়) বলেছেন। ফলে আগামী সপ্তাহে এটি শুনানি হতে পারে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোরশেদ গত ২৪ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।

রিটে এলজিআরডি সচিব, অতিরিক্ত সচিব (পানি সরবরাহ শাখা), ঢাকা ওয়াসা (পক্ষে এমডি) এবং সচিবকে বিবাদী করা হয়।

আবেদনে প্রকৌশলী তাকসিম এ খানকে এমডি হিসেবে নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাব সংক্রান্ত ১৯ সেপ্টেম্বর ওয়াসা বোর্ডের নেওয়া সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছিলো।

এর মধ্যে ওয়াসার এমডি নিয়োগে প্রস্তাব অনুমোদিত হয়।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২০
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।