ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

টাকা পাচার: ফরিদপুরের বরকত-রুবেলসহ ৫ জনের ব্যাংক হিসাব জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২০
টাকা পাচার: ফরিদপুরের বরকত-রুবেলসহ ৫ জনের ব্যাংক হিসাব জব্দ

ঢাকা: দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলসহ পাঁচজনের ৮৮ টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার মহানগর মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

হিসাব জব্দ হওয়া অন্য তিনজন হলেন- বরকতের স্ত্রী আফরোজ আক্তার পারভীন, রুবেলের স্ত্রী সোহেলী ইমরোজ পুনম ও আব্দুস সাদেক মুকুল।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বাংলানিউজকে এ তথ্য জানান।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস এ ৫ জনের ৮৮ টি ব্যাংক হিসাব জব্দের আবেদন করেন। আবেদনে তিনি বলেন, এ ৫ জনের নামে ও তাদের প্রতিষ্ঠানের নামে থাকা ৮৮ টি ব্যাংক হিসাব রয়েছে বলে তদন্তকালে জানা যায়। মামলাটি তদন্তকালীন এজাহারনামীয় আসামি এবং সন্দিগ্ধ আসামিদের ও তাদের প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংকের হিসাবগুলো ফ্রিজ না হলে তা স্থানান্তর বা হস্তান্তর হতে পারে।  

গত ২৬ জুন ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলকে প্রধান আসামি করে অবৈধ উপায়ে দুই হাজার কোটি টাকা আয় ও পাচারের অভিযোগে ঢাকার কাফরুল থানায় মামলাটি দায়ের করে সিআইডি।

এ মামলায় রুবেল ও বরকতকে পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। ওই সময় এর সঙ্গে জড়িত অনেকের নাম প্রকাশ করেন তারা। রুবেল-বরকতের স্বীকারোক্তি ও তথ্যানুযায়ী জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহামুদ শামীমকে গ্রেফতার করা হয়।

এছাড়া মামলায় শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী ও জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক বেল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২০
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।