ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

রাষ্ট্রপতির কাছে বিজেএসসির বার্ষিক প্রতিবেদন পেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২০
রাষ্ট্রপতির কাছে বিজেএসসির বার্ষিক প্রতিবেদন পেশ

ঢাকা: বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পেশ করেছেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শুক্রবার (৯ অক্টোবর) এমন তথ্য জানিয়েছেন জুডিসিয়াল সার্ভিস কমিশন।

কমিশনের এক কর্মকর্তা জানান, গত ৭ অক্টোবর সন্ধ্যায় বঙ্গভবনে ২০১৯ সালের প্রতিবেদন পেশ করার সময় কমিশনের সদস্য বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি সহিদুল করিম উপস্থিত ছিলেন।

ওই কর্মকর্তা আরও জানান, সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব বিফ্রিংয়ে বলেছেন-কমিশনের সার্বিক কার‌্যক্রম এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক রাষ্ট্রপতিকে অবহিত করেছেন চেয়ারম্যান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ সময় রাষ্ট্রপতি বলেন, বিচার প্রক্রিয়া তরান্বিত করতে এবং সঠিক সময়ে বিচার সম্পন্ন করতে নিম্ন আদালতে বিচারক নিয়োগ খুবই গুরুত্বপূর্ণ।

কমিশন যোগ্য প্রার্থীদের বাছাই করবে এবং স্বল্পতম সময়ে নিয়োগের পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২০
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।