ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম, আসামির যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম, আসামির যাবজ্জীবন কারাদণ্ড প্রতীকী ছবি

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে জখমের ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. জসিম হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার খাশমহেশপুর এলাকার মুজাফফার হাওলাদারের ছেলে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন।

মামলা সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ও তার স্বজনদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের টেংরাখালী এলাকার সোবাহান মোল্লা গংদের।

২০১৬ সালের ২২ জুন বিকেলে সোবাহান মোল্লা মহেশপুর বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে তার ওপর অতর্কিত হামলায় চালানো হয়। এসময় দণ্ডপ্রাপ্ত মো. জসিম হাওলাদার রামদা দিয়ে সোবাহান মোল্লার পায়ের ওপর কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় চিকিৎসাধীন সোবাহান মোল্লার ডান পায়ের হাটুর নিচের অংশ কেটে ফেলতে হয়।

এ ঘটনায় একই সালের ১ জুলাই সোবাহান মোল্লার ছোট ভাই মনির হোসেন বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় দণ্ডপ্রাপ্ত জসিম হাওলাদার ও তার আরও দুই ভাইসহ পাঁচজনকে নামধারী আসামি করে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় জসিম ও তার তিন ভাইকে অভিযুক্ত করে ২০১৬ সালের ১৮ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন বাকেরগঞ্জ থানার এসআই মো. আউয়াল হোসেন।

আদালত সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. জসিম হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।