ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বালিশকাণ্ডের মামলার তদন্ত ৬ মাসে শেষ করতে নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
বালিশকাণ্ডের মামলার তদন্ত ৬ মাসে শেষ করতে নির্দেশ

ঢাকা: রূপপুর বিদ্যুৎ প্রকল্পের বালিশকাণ্ডের মামলা ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
 
ওই মামলার এক আসামির জামিন প্রশ্নে জারি করা রুল শুনানিতে সোমবার (১৯ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চ্যুয়াল বেঞ্চ এ আদেশ দেন।


 
দুদকের পক্ষে  ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান,  রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা, আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।
 
পরে আমিন উদ্দিন মানিক জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলামের তিন মামলায় জামিন প্রশ্নে রুল জারি করা রুল ছয় মাসের জন্য স্ট্যান্ডওভার রেখেছেন এবং ছয় মাসের মধ্যে মামলার তদন্তকাজ শেষ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
 
রূপপুর বিদ্যুৎ প্রকল্পের বালিশকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত বছরের ১২ ডিসেম্বর দুদক পাবনায় চারটি মামলা দায়ের করেন। দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন ও উপ-সহকারী পরিচালক শাহজাহান মিরাজ বাদী হয়ে পাবনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে এসব মামলা করেন।
 
এজাহারে বলা হয়েছে, পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে লাভবান করতে গণপূর্ত অধিদফতরের কতিপয় প্রকৌশলী রূপপুর গ্রিন সিটির ২০ তলা ফাউন্ডেশনের ছয় ইউনিটবিশিষ্ট এক নম্বর ভবনের কিছু সিভিল এবং ই/এম ওয়ার্কসহ আইটেম কেনাকাটার ক্ষেত্রে বাজারমূল্য থেকে বেশি মূল্য দেখানো হয়। অতিরিক্ত পরিবহন খরচ, তলাভিত্তিক উত্তোলন খরচ ও শ্রমিকের মজুরি যোগ করে প্রাক্কলন প্রস্তুত করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।