ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ধর্ষণের সালিশ ফৌজদারি অপরাধ গণ্যের নির্দেশনা চেয়ে রিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
ধর্ষণের সালিশ ফৌজদারি অপরাধ গণ্যের নির্দেশনা চেয়ে রিট

ঢাকা: ধর্ষণের ঘটনায় সালিশ করা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।
 
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে রিট আবেদনটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী শাহীনুজ্জামান।


 
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চ্যুয়াল বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
 
রিটে বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে ১৮০ দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করা, রুদ্ধদ্বার কক্ষে বিচার, মুলতবি ছাড়াই বিচার কাজ পরিচালনার বিধান কার্যকরের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।
 
এছাড়া গত দশ বছরে সারা দেশে কতগুলো ধর্ষণের মামলা দায়ের এবং কতগুলো মামলা বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে সেই তথ্য জানাতে নির্দেশনা চাওয়া হয়েছে।
 
রিট আবেদনে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক সচিব, আইজিপি ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিবাদী করা হয়েছে।

বাংলদেশ সময়: ২১৪৪ ঘণ্টা,অক্টোবর ১৯, ২০২০
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।