ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় ব্যবসায়ীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় ব্যবসায়ীর যাবজ্জীবন

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় রফিকুল ইসলাম (৩০) নামে এক মাদকব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে জেলা ও দায়রা জজ মো. মামুনুর রশিদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত রফিকুল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দানাজপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৭ মে পীরগঞ্জ উপজেলার গোদাগাড়ী বাজার এলাকায় মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলামের সঙ্গে অপর আরোহী দুলাল মিয়ার সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল থেকে বস্তাভর্তি ৪৫ বোতল ফেনসিডিলসহ রফিকুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রফিকুলকে আসামি করে পীরগঞ্জ থানায় মামলা একটি দায়ের করা। পরে আদালত সাক্ষ্য প্রমাণ শেষে বিকেলে এ রায় দেন।

বাংলাদেশ সময়: ০৪০৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।