ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বেগমগঞ্জে নারী নির্যাতন: রিমান্ড শেষে আদালতে দেলোয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
বেগমগঞ্জে নারী নির্যাতন: রিমান্ড শেষে আদালতে দেলোয়ার

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূলহোতা দেলোয়ার হোসেনকে রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টায় ঘটনার মূলহোতা ও ধর্ষণ মামলার প্রধান আসামি দেলোয়ারকে তিনটি মামলায় সাতদিনের রিমান্ড শেষে সিনিয়র জুডিসিয়াল  জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাশফিকুল হকের ১ নং আমলি আদালতে তোলা হয়।

গত ১৮ অক্টোবর নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার দেলোয়ারকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ নিয়ে এ মামলায় মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং আটজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।