ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণের দায়ে ১ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণের দায়ে ১ জনের যাবজ্জীবন আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে আসামি ইব্রাহীমকে। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গৃহবধূ ধর্ষণ মামলায় ইব্রাহীম (৫০) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  একইসঙ্গে আসামিকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।



বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-২ এর বিচারক মোহাম্মদ সামস্উদ্দীন খালেক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ মামলায় আদালত চিকিৎসকসহ ১১ জনের সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় দেন।   দণ্ডপ্রাপ্ত ইব্রাহীম নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের শূন্যেরচর গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ১১ এপ্রিল রাত আনুমানিক ১২টার দিকে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের শূন্যেরচর বেড়িবাঁধের ওপর গৃহবধূর বসতঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে (২১) ধর্ষণ করেন ইব্রাহীম। পরদিন ১২ এপ্রিল হাতিয়া থানায় এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ধর্ষক ইব্রাহীমের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। নারী শিশু নির্যাতন দমন ২০০০ এর ৯ এর ১ ধারায় আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত একমাত্র আসামিকে নির্ধারিত সাজা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মর্তুজা আলী পাটোয়ারী।  আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট আবু সাঈদ নোমান ও অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।