ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সিলেটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
সিলেটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

সিলেট: সিলেটে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মজিদ (৫০) নগরের উপকন্ঠ শাহপরান (র.) থানার পীরেরচক গ্রামের একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মমিনুন নেসা খানম এ দণ্ডাদেশ দেন।

সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. জোবায়ের বখত বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ২০১৪ সালে ২৯ ডিসেম্বর আসামি তার স্ত্রী লিপি বেগমকে ভাড়া বাসায় শ্বাসরোধে করে এবং দা দিয়ে কুপিয়ে হত্যা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে একমাত্র আব্দুল মজিদকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দিয়েছেন। মামলায় সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত মজিদকে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেন।
 
আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন স্টেট ডিফেন্স অ্যাডভোকেট শাহ্ আলম মহিউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।